বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (৫৫) এক নারীর মরদেহ ধান ক্ষেত থেকেে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার কুন্দগ্রাম ইউপির কারিমাপাড়ার বুড়িমারা মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিম উল হুদা খন্দকার জানান, গত কয়েক দিন আগে কুন্দগ্রাম বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এরপর শনিবার সন্ধ্যায় ধানকাটা শ্রমিকরা বিবস্ত্র অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেয়ার পর রাত সাড়ে ৭টায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম