বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। নিহত যুবকের নাম দিদার আলম (২৫)। তিনি স্থানীয় মহিউসসুন্নাহ মাদ্রাসায় খন্ডকালীন দপ্তরি হিসেবে নিয়োজিত ছিলেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির ফজুর ছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত দিদার আলমের দেহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ ও বিজিবি।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, নিহত দিদার আলম একজন কোরআনে হাফেজ ছিলেন। চাকঢালার আমতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে ফজুর ছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। দিদারের শরীরে ও ঘাড়ের পিছনে দা দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা খুন করেছে তা তদন্ত শেষে জানা যাবে।
বিডি-প্রতিদিন/এ এস টি