পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতনসহ ৯ বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। বুধবার (০৯ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ নিম্ন আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
এর আগে, জামিন নামঞ্জুর হওয়া বিএনপি নেতারা উচ্চ আদালতের ছয় সপ্তাহের জামিন শেষে বুধবার মুন্সীগঞ্জের নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বিকেলে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর ফেরিঘাট এলাকায় জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ১৫ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক বিএনপি নেতকর্মী আহত হয়। আহতদের মধ্যে যুবদল নেতা শাওন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দুইটি পৃথক মামলা করা হয়। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মাইনউদ্দিন বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর ৩১৩ জনের নাম উল্লেখসহ ৭০০-৮০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনকে প্রধান আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/এ এস টি