ময়মনসিংহের ফুলপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মেলায় ফুলপুর থানা, উপজেলা প্রকৌশলী অফিস, উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা কৃষি অফিসসহ ৩০টি স্টল বসে। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার স্টল পরিদর্শন করেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়েদ মাহবুব মাহবুব খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আঃ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ শাহা আলী, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরা খাতুন প্রমুখ। সবশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ