ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম স্থান লাভ করেছে বুড়িচং উপজেলা কৃষি অফিস। বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়। বিশেষ ক্যাটাগরিতে এই পুরস্কার পায় বুড়িচং উপজেলা কৃষি অফিস। ২য় স্থানে উপজেলা প্রাণি সম্পদ অফিস, ৩য় হয়েছে উপজেলা ভূমি অফিস। মেলা পরিদর্শন করেন আবুল হাসেম খান এমপি ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন থেকে পুরস্কার গ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ বানিন রায়।
সূত্রমতে, মেলায় বিশেষ ক্যাটাগরিতে বিভিন্ন সরকারি ২০টি প্রতিষ্ঠান, মাধ্যমিক ক্যাটাগরিতে ১০টি হাই স্কুল ও উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে ৫টি কলেজ অংশগ্রহণ করে। মাধ্যমিক পর্যায়ে ১ম হয়েছে বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়, ২য় কালী নারায়ন বালিকা উচ্চ বিদ্যালয় ও ৩য় হয়েছে ময়নামতি স্কুল এন্ড কলেজ।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম হয় কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ,২য় পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ ও ৩য় হয় এরশাদ ডিগ্রি কলেজ।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ বানিন রায় জানান, মেলায় শতাধিক কৃষক অনলাইন সার সুপারিশ ও কৃষি এপস বিষয়ক সেবা গ্রহণ করেন। কৃষি প্রযুক্তি দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা পদ্ধতিসহ বিভিন্ন কার্যক্রম পুরস্কারে গুরুত্ব পেয়েছে। আমরা উপজেলা পর্যায়ের বিভিন্ন মেলায় পরপর তৃতীয়বারের মত প্রথম স্থান লাভ করেছি। পুরস্কার কাজের গতি বাড়ায়। এই সাফল্যের কৃতিত্ব উপ-সহকারী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃষক বন্ধুদের।
বিডি প্রতিদিন/এএম