শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীনের পদোন্নতি জনিত বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়।
বিদায় অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা জিয়াউল হক মাষ্টার, সিনিয়র সহকারী এসপি আফরোজা নাজনিন, ইউএনও হেলেনা পারভীনের পিতা আবদুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রহমান, ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক,সাংবাদিক এম এ হাকাম হীরা, ছামেদুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি লাল মোঃ শাহজাহান কিবরিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, সার ডিলার ব্যবসায়ী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীনের হাতে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর কবীর।
বিডি প্রতিদিন/এএ