ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মাইজবাগ ইউনিয়নের তেরোচাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত দুইজন হলো উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে ইলিয়াস সানি ইউসুফ (৩০)। সে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অপরজন একই গ্রামের জাবেদুলের ছেলে আলমগীর হোসেন (২৫)। এছাড়াও আহত একজনের বাড়ি একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ নাঈম (২৬)।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক কিশোরগঞ্জগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজন পড়ে গিয়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান।
বিডি প্রতিদিন/এএম