নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের দুই কনস্টেবলকে ছুরিকাঘাত করে পালিয়েছে মাদক বিক্রেতারা। বুধবার বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচরা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি টিম অভিযানে গেলে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতদ্বয়ের মধ্যে এক কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের প্রসিকিউটর সৈকত দত্ত জানান, এসআই হাবিবের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি টিম বুধবার বিকেলে বন্দরের সোনাচরা এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়েছিল। এসময় মাদক বিক্রেতারা দুই কনস্টেবল শরীফ ও নাসিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে শরীফের অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/এএম