প্রয়াত সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শহীদ আহসানউল্লাহ মাস্টারের ৭২তম জন্মবার্ষিকী বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মরহুম আহসানউল্লাহ মাস্টারের পরিবার, আওয়ামী লীগ, গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি উদযাপন করে।
সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদে শহীদ আহসানউল্লাহ মাস্টারের কবরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর কবর প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই নুরুল ইসলাম পাঠান। বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপিসহ দলীয় নেতা-কর্মীরা আহসান উল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
এদিকে একই সময়ে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে এ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক ও মো: মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, মো: আমিনুল ইসলাম ও শাহ সামসুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বাবুল, সাংবাদিক জহিরুল ইসলাম জহির প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম