খাগড়াছড়ির সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে মোহাম্মদ আলীর বাড়ি থেকে ১৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র্নিবাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দীন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের খাগড়াছড়ি জেলা র্কাযালয়ের সহকারী পরিচালক মো : আব্দুল হালিম রাজের নেতৃত্বে একটি মাদক দ্রব্যের টিম মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়।
এ সময় বাড়ি থেকে ১৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৫৮৬০ টাকাসহ মো : আলীকে গ্রেফতার করে। পরে তাকে খাগড়াছড়ি সদর থানায় র্সোপদ্ধ করা হয়।
খাগড়াছড়ি সদরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি প্রতিদিন/এএম