হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
তিনি জানান, অলিপুর এলাকায় একদল ডাকাত অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এসময় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। নাহিদ হাসান জানান, তারা দীর্ঘদিন যাবত হবিগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে চুরি ডাকাতি সংগঠিত করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাছে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
গ্রেফতারকৃতরা হল, চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের মাহমুদ আলীর পুত্র রাসেল মিয়া (২৬), একই উপজেলার নরপতি গ্রামের আব্দুল মতিনের পুত্র সাহিদ আহম্মদ (৩২), উলুকান্দি গ্রামের ইদ্রিস আলীর পুত্র রুহুল আমিন (২২), মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল থানার বিরামপুর গ্রামের আবু কালাম মিয়ার পুত্র অয়ন মিয়া (২৩), একই উপজেলার পূর্ব বিরামপুর গ্রামের আলকিছ মিয়ার পুত্র সাগর মিয়া (২৩) ও শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের আব্দুল হালিমের পুত্র হৃদয় মিয়া (২৩)।
বিডি প্রতিদিন/এএ