দুই দফা দাবি আদায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনায় চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন একাডেমির শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে ২০১০ সাল থেকে অদ্যবদি ও ভবিষ্যতে ইনিষ্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) থেকে পাশ করা ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট (সিডিসি) প্রদানের ও মার্চেন্ট সিপ-এ ১২ মাস ফ্রি সার্ভিস সম্পন্নের পর সিওসি ক্লাশ-৩ চালুর দাবি জানায় শিক্ষার্থীরা। এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে তারা দ্রুত শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে।
বিডি প্রতিদিন/এএ