রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ সীমানায় নাইটকোচে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পীরগঞ্জ থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লুন্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ জেলার রাণীনগর উপজেরার বিলকৃষ্ণপুর গ্রামের জমিন সর্দার এর পুত্র রেজাউল করিম (৩২), মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বেড়াডাংগা গ্রামের চানমিয়ার পুত্র খোরশেদ আলী (৪৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বড়শিমুলতলা গ্রামের মৃত্য হবু সরকারের পুত্র জহরুল সরকার (৩৫)। বৃহস্পতিবার পীরগঞ্জের চতরা ইউনিয়ন কাটাদুয়ার সংলগ্ন হলদিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই আসামীদের গ্রেফতার করা হয়। এ সময় এদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৫টি ছুরি, লুন্ঠিত নগদ ১৯৫০ টাকা এবং ৪টি মোবাইল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা ডাকাতির দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়ায় বৃহস্পতিবার বিকেলে তাদের জেলহাজোতে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, গত ৮ নভেম্বর রাতে ঢাকা থেকে পঞ্চগড় গামী জাহেদা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭৬৭২) চান্দুরা থেকে যাত্রীবেশে উঠে সংঘবদ্ধ একটি চক্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ অতিক্রম করার পর ৬ জন ডাকাত বাসের ড্রাইভার সুমন মিয়াকে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা নগদ ৭৯ হাজার ৭শ টাকা, ১২টি মোবাইল, ২টি হ্যান্ড ব্যাগ এবং পাঁচ আনা ওজনের স্বর্ণের কানের দুল লুটে নেয়। বাসটি পীরগঞ্জ উপজেলার সীমানায় বিটিসি মোড় সংলগ্ন চকশোলাগাড়ী পৌছিলে ডাকাতরা বাস থামিয়ে নেমে পড়ে। যাবার সময় তারা বলে যে, তাদের কাছে বোমা আছে এবং যাত্রীরা চিৎকার করলে তাদের গাড়িতে বোমা মারা হবে। পুলিশ জানতে পেরে পরে বাসটি থানায় নিয়ে আসে। এ ঘটনায় জাহেদা বাসের ম্যানেজার আপেল মাহমুদ বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের আসামী করে পীরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএ