বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা দফতরিকে হত্যার দায়ে মো. ছৈয়দুল আমিন (১৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নাইক্ষ্যংছড়ির আমতলী মাঠ এলাকা তাকে গ্রেফতার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ৮ নভেম্বর রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির আমতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে ফজুর ছড়া নামক স্থানে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন দিদার আলম। নিহত দিদার আলম স্থানীয় মহিউসসুন্নাহ মাদ্রাসায় খন্ডকালীন দফতরি হিসেবে নিয়োজিত ছিলেন। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকারী মো. ছৈয়দুল আমিনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
মো. শাহজাহান জানান, গ্রেফতারকৃত ছৈয়দুল আমিন হত্যার দায় স্বীকার করে জানায়- একটি মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় এবং এ নিয়ে বাকবিতন্ডা হওয়ায় সে দিদার আলমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম