বগুড়া সদর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে শহরের ছিলিমপুর এলাকা থেকে ৫ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করেছে। তারা হলো- চাঁদপুর আহম্মেদ নগরের নূরুল ইসলামের ছেলে মো. সেলিম (৪৫), কেরানীগঞ্জ গোলচর এলাকার রহিমের ছেলে মো. রকি (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আড়াইহাজার গ্রামের কুদ্দুসের ছেলে আনোয়ার (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসান বগুড়া শহরের ছিলিমপুর চার রাস্তার মোড় থেকে ৩ জনকে আটক করেন। তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআই জাকির আল আহসান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সেলিমের নামে দেশের বিভিন্ন জেলায় ১০টি মাদক ও অস্ত্র মামলা, রকির নামে ৫টি মাদক মামলা রয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দীকি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে আাদালতে প্রেরণ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল