সংঘবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগে দিনাজপুরের চিরিরবন্দরে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে বুধবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল- দিলীপ রায় (২৩), সোহেল রানা (২৫), নুর আলম (২২) ও মিজানুর রহমান (২৮)।
মামলার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, গত ৮ নভেম্বর দিবাগত রাত ৯টার দিকে ভুক্তভোগী চিরিরবন্দরের রানীপুর ডাঙ্গাপাড়া এতিমখানায় মাহফিল শোনার জন্য যায়। সেখানে মিজানুরের সঙ্গে দেখা হয়। মিজানুরের সঙ্গে তিনি রাণীরবন্দরে ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত, সেই সুবাদে তার সঙ্গে আগেই পরিচয় ও সম্পর্ক ছিল। পরে মিজানুর রহমান প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তুতি নিলে আসামি দিলীপ রায়, সোহেল রানা ও নুর আলম তাদের আটক করে। এসময় কৌশলে মিজানুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরে ওই তিনজন ভুক্তভোগীকে ভয়-ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন ভুক্তভোগী নিজেই চিরিরবন্দর থানায় মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা ওসি বজলুর রশিদ বুধবার রাতেই অভিযান চালিয়ে চারজন আসামিকেই গ্রেফতার করেন।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় গৃহবধূর করা মামলায় ওই চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগীর ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম