সিলেটের কানাইঘাটে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বড়চতুল ইউনিয়নের মালিগ্রামে বাবার বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রাশিদা বেগমের (২২) স্বামীর বাড়ি একই ইউনিয়নের পর্বতপুর গ্রামে।
পুলিশ জানায়, মালিগ্রামের মৃত আইয়ুব আলীর মেয়ে রাশিদার দেড় বছর আগে পর্বতপুর গ্রামের মুজাম্মিল আলীর ছেলে হাবিব আহমদের সঙ্গে বিয়ে হয়। ৩ মাস আগে সিজারের মাধ্যমে রাশিদা বেগমের একটি ছেলে সন্তান হয়। এরপর থেকে রাশিদা বেগম বিভিন্ন রোগে আক্রান্ত হন। দেড় মাস থেকে রাশিদা মালিগ্রামে বাবার বাসায় ছিলেন। সেখানেও তিনি অসুস্থ ছিলেন।
বুধবার সকাল ১০ টার দিকে পরিবারের লোকজন হঠাৎ দেখতে পান রাশিদার শয়নকক্ষের মেঝেতে গলা কাটা লাশ পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার হাত থেকে রক্তমাখা ধারালো একটি দা জব্দ করা হয়।
কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, প্রাথমিক তদন্তে রাশিদা বেগম নিজের গলা কেটে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
বিডিপ্রতিদিন/কবিরুল