বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ হাজার কুকুরকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্চয় বিশ্বাস, ম্যাস ডগ ভ্যাকসিনেশন (এমডিভি) প্রকল্পের সুপারভাইজার মো. মোক্তার উদ্দিন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার ও সাংবাদিক গনেশ পাল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ