বন্দর নগরী বেনাপোলে মরা গরুর মাংস বিক্রির দায়ে একজনকে এক মাসের জেলসহ দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বেনাপোল বাজারে এ ঘটনা ঘটেছে।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেনাপোল বাজারের মাংস বিক্রেতা মানিক কসাই ও তার ভাই আলম দীর্ঘদিন যাবৎ মরা ও রোগা গরুর মাংস বিক্রি করছিল। এরই ধারাবাহিকতায় আজও তারা মরা গুরুর মাংস বিক্রি করছিল-এমন সংবাদে পেয়ে ভ্রাম্যমাণ আদালত বেনাপোল বাজারে হানা দেয়।
এসময় আদালতের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। পুলিশ মাংস বিক্রেতা আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও মানিককে ১০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের জেল প্রদান করেন।
বিডি প্রতিদিন/এমআই