ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন হেলাল উদ্দিন (৩৪) নামে এক যুবক। পেশায় তিনি একজন গাড়ি চালক।
রবিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভুবনঘর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন। পরিবারের বরাত দিয়ে কামাল হোসেন বলেন, সকালে বাড়ির অদূরে বৈদ্যুতিক মেশিনে ধান মাড়াইয়ে জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হেলাল। পাশেই হেলালের মা কাজ করছিলেন। অসাবধানতাবশত ধান মাড়ানোর মেশিন থেকে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন হেলাল। স্বজন ও স্থানীয়রা আহত হেলালকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হেলালের বাবা কামাল হোসেন বলেন, তিন ছেলের মধ্যে হেলাল বড়। নিহত হেলালের ছোট দুই ছেলে রয়েছে। আকস্মিক এমন ঘটনায় হতবিহ্বল হেলালের স্বজন ও বন্ধুরা। বাড়িজুড়ে বইছে শোকের ছায়া।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন