বরগুনায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক নবীন সাংবাদিকদের দুই দিনব্যাপী ইস্যুভিত্তিক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে।
শনিবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব দাস।
উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির ইইসিডি প্রকল্পের গবেষক তারিকুল ইসলাম চৌধুরী, জেলা শিশু বিষয়ক(ভারপ্রাপ্ত) কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, উন্নয়ন সংস্থা সমষ্টি এর কর্মসূচি সমন্বয়ক মুনব্বির আহম্মেদ, গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর কমিউনিকেশন ম্যানেজার সারোয়ার-ই আলম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু।
বেসরকারি উন্নয়ন সংস্থা সমষ্টির পরিচালক রেজাউল হক শাহিনের সভাপতিত্বে এবং বরগুনার লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামালের সঞ্চালনায় এই কর্মশালায় পানিতে ডুবে শিশুদের মৃত্যুর কারণ, পারিপার্শ্বিক অবস্থা, অভিভাবকদের ভূমিকা, সতর্কতা এবং আত্মরক্ষায় সাঁতার ও সচেতনতা বিষয়ে সংবাদ কর্মীদের ধারণা দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় নারী সংবাদকর্মীসহ ২০ জন নবীন সংবাদকর্মী অংশ নেন। সমাপনি পর্বে প্রধান আলোচক ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. সোহেল হাফিজ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন