চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলু’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার মান্দারতলী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে লাভলু হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন সামছুল হক মাষ্টার, আবুল হোসেন খান, ছিদ্দিকুর রহমান, হাসিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত ২রা নভেম্বর ভোরে পুলিশ নিহত লাভলু’র বাড়ির পাশের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/হিমেল