গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি দোকান।
শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার মামার বাজার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া ফায়ার স্টেশন অফিসার খান এহসান-উল-আলম জানান, রাতে মামার বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই বাজারের মাসুম শেখের মুদি দোকান, জয় দাসের সেলুন ও শহীদুল ইসলামের ওষুধের ফার্মেসীসহ ৬টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাসীর সহায়তায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন