চাঁদপুরে সামাজিক সংগঠন আপন’র আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ এলাকায় এই প্রচারণা চালানো হয়।
সকালে শহরের শপথ চত্বরে সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান।
সকাল সাড়ে ১০টায় ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিলুর রহমান জুয়েল। আপন’র প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডা. রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ নুর হোসেন খান, সংগঠনের উপদেষ্টা ডা. মাসুদ হাসান। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আশিক বিন রহিম।
বিডি প্রতিদিন/এমআই