২৭ নভেম্বর, ২০২২ ১৯:৩৪

রুমা ও রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল

বান্দরবান প্রতিনিধি

রুমা ও রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল

বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞার মেয়াদ ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

রবিবার বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গণবিজ্ঞপ্তিতে এই দুটি উপজেলায় নিষেধাজ্ঞার মেয়াদ ২৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো ছিল।

গত ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা চলে আসছে। ২৩ অক্টোবর থানচি ও আলীকদম উপজেলাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়ায় ৮ নভেম্বর থেকে আলীকদম উপজেলাকে এবং ১৬ নভেম্বর থানচি উপজেলাকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেয়া হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর