২৭ নভেম্বর, ২০২২ ২১:৪৪

কৃষককে বেঁধে নির্যাতন, আটক ২

শেরপুর প্রতিনিধি:

কৃষককে বেঁধে নির্যাতন, আটক ২

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার ঝিনাইগাতি উপজেলার মাদারপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম আবু রায়হান গাজী (৩৫)। তিনি ওই এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে আবু রাইহান গাজী শেরপুর জেলা শহরে আসার জন্য বাড়ি থেকে বের হন। এসময় তাকে রাস্তা থেকে ধরে নিয়ে রশি দিয়ে বেঁধে শাহজাদা, আজাদ ও সামিউলরা নির্যাতন করে। এসময় রায়হান গাজী চিৎকার করলেও অভিযুক্তদের ভয়ে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে পুলিশ রায়হানকে উদ্ধার করে। ওই কৃষককে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

আহতের স্ত্রী রাণী বেগম বলেন, আমার স্বামীকে তারা রাস্তা থেকে ধরে নিয়ে নির্যাতন করেছে। আমি সুষ্ঠু বিচার চাই।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি আমরা ৯৯৯ মাধ্যমে জানতে পারি। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উনাকে উদ্ধার করি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর