৩০ নভেম্বর, ২০২২ ২০:৩০

স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার

প্রতীকী ছবি

বগুড়ায় স্কুলছাত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ধুনট উপজেলার হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান।

তিনি জানান, গত ১৪ নভেম্বর ধুনটের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর গোসলের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে রাসেল। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে, যা এলাকায় ব্যাপক আলোচিত হয়। 

একপর্যায়ে ২৭ নভেম্বর স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। এছাড়া র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পে একটি অভিযোগ দেন। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান শুরু করে। অভিযানে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাসেলকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর