১ ডিসেম্বর, ২০২২ ১২:৩৩

বরগুনায় মুক্তিযোদ্ধা দিবসে শোভাযাত্রা

বরগুনা প্রতিনিধি

বরগুনায় মুক্তিযোদ্ধা দিবসে শোভাযাত্রা

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে বরগুনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় লাল সবুজের শার্ট পরে মুক্তিযোদ্ধারা কমান্ড কার্যালয় থেকে জেলা প্রশাসনের মুজিব কর্ণারে সমবেত হয়। সেখান থেকে জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা জেলা কমান্ড কার্যালয় আলোচনা সভায় মিলিত হয়।

সাবেক জেলা কমান্ডার আলহাজ্ব আ. রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান, সামসুল আলমবাগ, শফিউদ্দিন, আব্দুস ছোবহান মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মোস্তাফিজুর রহমান বাচ্চু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের ৫০ বছর পরও আজ পাকিস্তানি দোসর ঐক্যবদ্ধ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় নিয়ে। এদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, মুক্তিযুদ্বের চেতনা এবং বঙ্গবন্ধু'র নেতৃত্বেকে অস্বীকার করে নতুন প্রজন্মের নিকট বিকৃতভাবে মুক্তিযুদ্বের ইতিহাসকে তুলে ধরা।

আবার সময় এসেছে রণাঙ্গনের সাথী আর মুক্তিযোদ্ধাদের সন্তানসহ দেশপ্রেমিক মুক্তিযুদ্বের চেতনা ধারণকারীদের ঐক্যবদ্ধ হওয়ার।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর