নাটোরের গুরুদাসপুরে রিভলবারসহ সোহেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবক নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার কেরানখোলা গ্রামের মিয়াদ হোসেনের ছেলে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী হতে ঢাকাগামী বাসে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রী সোহেল মিয়াকে রিভলবারসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ