গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার হল রুমে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের ও উপজেলা কৃষি অফিস আয়োজনে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২২শত কৃষকদের মাঝে উফসি ধানের বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিনসহ বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএ