গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া থানার সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন, কাপাসিয়া কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুল কবির হোসেন মাষ্টার ও সাধারণ সম্পাদক শফিকুল হাকিম মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা কাপাসিয়া থানার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকার সমস্যার কথা তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এএম