টেকনাফ পৌর অঞ্চল নির্বাহী কমিটির উদ্যোগে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত পালিত হয়েছে। এ দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার।’
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌর অঞ্চল নির্বাহী কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি টেকনাফ জিরো পয়েন্ট শাপলা চত্বর শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল