চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে পিস্তুল, গুলি ও ম্যাগজিনসহ ৪ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিম ভাঙ্গা গ্রামের মোঃ রেজাউলের ছেলে ইসাহাক আলী (৩০), মোঃ মজিবুর রহমানের ছেলে জনি ইসলাম, শামছুল হকের ছেলে ফারুক হোসেন ও জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর পশ্চিমপাড়ার মোঃ মিন্টু মিয়ার ছেলে জাকির হোসেন।
গতকাল শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার এবং একটি মাইক্রোবাসসহ নগদ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়।
রবিবার সকালে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে বলেন, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ