কক্সবাজারের টেকনাফের নাফনদীতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৩১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুর রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কতৃক টেকনাফের নাফনদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাফনদীর মোহনায় একটি ফিশিং বোট থেকে ফ্লোটিং এর মাধ্যমে একটি বস্তা পানিতে ফেলতে দেখা যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে এবং বস্তাটি তল্লাশি চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ফ্লোটিং এর মাধ্যমে একটি বস্তা পানিতে ভাসিয়ে রাখা হয়েছিল। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ