ময়মনসিংহের তারাকান্দায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তারাকান্দা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, আজিজুল হক, আলমগীর হোসেন, ফারুক মিয়া, মরম আলী, মাসুদ মিয়া, তারা মিয়া, মামুন মিয়া, শহিদ মিয়া, সাগর মিয়া ও রফিক মিয়া।
এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত এই ১০ আসামিকে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ