জমে উঠেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২২-২৪) নির্বাচনের প্রচার-প্রচারণা। আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ব্যবসায়ীদের বহুল প্রতীক্ষিত এ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের ব্যস্ততা।
তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রতিশ্রতির কথা তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর একটিতে রয়েছেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এরফান আলী সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। অপরটিতে রয়েছেন সাবেক যুবদল নেতা ও চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম। উভয় প্যানেলে ১৮ জন করে প্রার্থী রয়েছেন।
এদিকে ভোটাররা বলছেন, ব্যবসায়ীদের পাশে যারা বিপদ আপদে থাকবে তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা।
জানা গেছে, এবার চেম্বারে সাধারণ গ্রুপে ভোটার সংখ্যা ৮৭৯ জন। অপরদিকে সহযোগী ভোটার সংখ্যা ২৬ জন থেকে উন্নীত হয়ে এবারে দাঁড়িয়েছে ৮৬ জনে। এবারের নির্বাচনে ১৮টি পদে দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তবে ট্রেড গ্রুপ শ্রেণি থেকে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই