জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ও বড়তারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যরা শপথগ্রহণ করেছেন। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপর ভূমিকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করে যাবেন। ইউনিয়ন পরিষদ সরকারের উন্নয়ন কর্মসূচী যথাযথভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল