মাদারীপুরের সদর উপজেলায় এক কৃষককে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও তার অনুসারীদের বিরুদ্ধে। রবিবার (১১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই কৃষকের নাম আক্কাস হাওলাদার (৪৫)। তিনি মস্তফাপুর ইউনিয়ন বড় খাল পাড় এলাকার লতিফ হাওলাদারের ছেলে। এসময় তার সাথে থাকা স্ত্রী ময়না বেগম (৩০) ও শিশু সন্তান রোমান হাওলাদার (৩) আহত হয়।
অভিযোগ উঠেছে মস্তফাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউল হাওলাদার (৩৫), কুদ্দুস হাওলাদার (৫০), শাহীন হাওলাদার (৩৫), আবু তালেব হাওলাদার (৪৫) ও আকাশ হাওলাদারের (২০) বিরুদ্ধে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, চলতি বছরের অক্টোবর মাসের ১০ তারিখ ৩টি গরু চুরি হয় কৃষক আক্কাস হাওলাদারের। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী আক্কাস হাওলাদার। এ ঘটনাকে কেন্দ্র করে কৃষক আক্কাস হাওলাদারের সাথে বিরোধ সৃষ্টি হয় মস্তফাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউল হাওলাদারের সাথে। আজ সন্ধ্যায় আক্কাস হাওলাদার তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মাদারীপুর শহরের এক আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জিয়াউল হাওলাদার ও তার অনুসারীরা। এতে গুরুতর আহত হয় কৃষক আক্কাস হাওলাদার তার স্ত্রী ও শিশু সন্তান। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
ভুক্তভোগী আক্কাস হাওলাদার বলেন, আমার গরু চুরি হওয়া নিয়ে জিয়াউল মেম্বার আমার সাথে তর্ক করতে আসে। আজ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি ও তার অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে আমার উপর হামলা করে আমাকে গুরুতর আহত করে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল