বর্তমানে যে মেইল পাঠাতে পারে না সে নিরক্ষর। আগে নাম লিখতে না পারলে মানুষ তাকে নিরক্ষর মনে করতো। কিন্তু এখন তা নয় বরং যারা বাংলা টাইপ করতে পারে না, মেইল পাঠাতে পারে এখন তারা নিরক্ষর হিসেবে গণ্য। ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার একথা বলেন। প্রতিপাদ্য বিষয়ে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ হুমায়ুন কবির। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মুনাজাত পরিচালনা ও একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুর, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঞা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, সাবরেজিস্টার তৌফিক সালাহ উদ্দিন, সহকারী প্রোগ্রামার হাবিবুল্লাহ, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ