বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানিকগঞ্জে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনায় মঙ্গলবার সকালে আদালত চত্বরে এ মিছিল বের করা হয়। জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. আজাদ হোসেন খানের সভাপতিত্বে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. আরিফ হোসেন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিন্নাহ খান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরশাদ-উল-ইসলাম জ্যাকী, সাবেক সহ সভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল খালেক শুভসহ অন্যান্যরা। এ সসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল