চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় মুনতাজ আলী (৭৫) নামে এক সাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর উজেলার চৌডালা ইউনিয়নের মাদ্রাসা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মুনতাজ আলী হচ্ছেন জেলার গোমস্তাপুর উপজেলার বেনিচক গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে
স্থানীয়রা জানায়, চৌডালা বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি পণ্যবাহি ট্রাক মুনতাজ আলীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল