কক্সবাজারের মহেশখালীতে মহিষ চুরির মামলায় চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী প্রকাশকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকীর আদালতে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বর্তমানে চেয়ারম্যান নবী হোসেনের বিরুদ্ধে মহেশখালী থানায় দুটি চুরির মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ছিদ্দিক আহমদের ছেলে মো. নছিমের ১৫ লাখ টাকা মূল্যের ৮টি মহিষ গত কয়েক বছর আগে চিংড়ি ঘের থেকে চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া মহিষগুলো চেয়ারম্যান নবী হোসেনের দখলে আছে, এমন সংবাদ পেয়ে মহিষগুলোর মালিকপক্ষ তার সাথে যোগাযোগ করলে ফেরত দেবে বলে কালক্ষেপণ করতে থাকেন।
এরই ফাঁকে মহিষগুলো অন্যত্র বিক্রি করে দেন তিনি। এতে কোনো উপায় না পেয়ে মহিষের মালিক মহেশখালী থানায় ২০২১ সালের ৯ মে একটি মামলা দায়ের করেন। কিন্তু বিভিন্ন চাপে চেয়ারম্যান নবী হোসেন মামলার এজাহার থেকে বাদ গেলেও পুলিশি তদন্তে চুরির ঘটনায় চেয়ারম্যান জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চার্জশিটে ২ নম্বর আসামি করা হয় তাকে।
এছাড়াও মামলার আরেক আসামি আবুল হাশেম চেয়ারম্যান নবী হোসেনকে ঘটনায় জড়িত জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এই মামলায় উচ্চ আদালত থেকে সম্প্রতি জামিনে এসে বৃহস্পতিবার কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকীর আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
বিডি প্রতিদিন/এমআই