চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ভোরে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
সকাল ৬টা ৩৫ মিনিট থেকে চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ শুরু হয়। জেলা ও পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সকাল সাড়ে আটটা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি, জেলা আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, সামাজিক সংগঠন জেলা লোকমোর্চা, ওয়েভ ফাউন্ডেশন প্রভৃতি সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ