চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। আজ শুক্রবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনসহ প্রত্যুষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮ টায় ডা. আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপি, কারারক্ষী, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।
শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন তাদের শারীরিক কসরত প্রদর্শিত করে। পরে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।
দুপুরে সকল হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, এতিমখানা সমূহে উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে বিকেলে ডা. আ.আ.ম মেশবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। খেলায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসন অংশ নেবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন