ঝিনাইদহের ৬টি উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মনিরা বেগম ও পুলিশ সুপার আশিকুর রহমান বিপিএম পিপিএম (বার)।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিচার বিভাগ, জেলা আওয়ামী লীগ, বিএনপি ও বঙ্গবন্ধু সৈনিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্বাস্থ্য বিভাগ, প্রকৌশল বিভাগ, জেলা পরিষদ, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, এনজিও সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর সকাল সাড়ে ৮টায় প্রেরণা একাত্তর মুজিব চত্তরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ