সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ মজিবর রহমান (৬৬) নামে এক মাদক-কারবারীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভোবনপাড়া গ্রামের মৃত. ইমাজ উদ্দিনের ছেলে।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাসেম সবুজ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা মূল্যের ১৩০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক কারবারি দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা