নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর প্রধান বাবুসহ সাতজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার রাতে কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের তল্লাশি করে পাঁচটি চাকু, একটি টেটা ও একটি ফলা উদ্ধার করা হয়। র্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) রিজওয়ান সাইদ জিকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- বাবু মিয়া (২২), শাহজালাল শাহা (২২), রাসেল (২৪), মোখলেছুর রহমান মোক্কা (২৮), শান্ত আহমেদ রানা (১৯), মুমিন (২৫) ও জুম্মন (১৯)।
গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপ’ এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে বলে জানায় র্যাব।
র্যাব জানিয়েছে, তারা সোনারগাঁও ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় ও মিডিয়ায় নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকার কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর দৌরাত্ম নিয়ে নানাবিধ খবর প্রচার ও লোখালেখি হয়। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি দল গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।
বিডি প্রতিদিন/কালাম