২৪ ডিসেম্বর, ২০২২ ১৯:৩৬

ওবায়দুল কাদেরের হ্যাটট্রিকে নোয়াখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

ওবায়দুল কাদেরের হ্যাটট্রিকে নোয়াখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
নোয়াখালীর কৃতি সন্তান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় উচ্ছসিত দলীয় নেতাকর্মীরা। ঘোষণার পরপরই বিকেলে তারা একে অপরকে মিষ্টিমুখ করান। এসময় ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নেতাকর্মীরা দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা জানান। 
 
শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তার নাম ঘোষণা করার পর থেকেই নোয়াখালী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু’র নেতৃত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী। নোয়াখালী জেলা শহর মাইজদী প্রধান সড়কে আনন্দ মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এসময় খুশিতে একে অপরকে মিষ্টিমুখ করান। আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
 
বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে আওয়ামী লীগের একমাত্র সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল। এরপর সেখান থেকে আর কেউ দীর্ঘ মেয়াদে এত বড় পদ পাননি। এ কারণে দল মত নির্বিশেষে জেলার সাধারণ মানুষও বেশ উচ্ছ্বসিত। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক জয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন প্রমূখ।  
 
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন থেকে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) তিনি চারবার নির্বাচিত হন।
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর