ঢাকা-খুলনা মহাসড়কের ঘারুয়া ইউনিয়নের বগাইল এলাকায় মহাসড়কের উত্তর পাশের সার্ভিস রোডে অটোরিকশাকে মিনি ট্রাক ধাক্কা দিলে রবিউল মাতুব্বর (২৪) নামে এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত রবিউল মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর সামাইল গ্রামের সালাম মাতুব্বরের ছেলে। এসময় অটো চালক একই গ্রামের সিরাজুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর হোসেন বলেন, নিহত রবিউল একজন মাছ ব্যবসায়ী। মাছ কেনার জন্য ভাঙ্গা মাছের আড়তে আসছিল। আহত অটোচালক সিরাজুল ইসলামকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        