২৭ ডিসেম্বর, ২০২২ ২১:৫০

হবিগঞ্জে চোরাই গরুসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে চোরাই গরুসহ আটক ২

হবিগঞ্জের বানিয়াচংয়ে চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। এসময় চোরদের কাছ থেকে ৪টি গরু উদ্ধার করা হয়। আটককৃত চোরোরা হল, বানিয়াচং উপজেলার সুবিদপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জিতু মিয়ার পুত্র ছুরাব খান (৩২) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের নুর মিয়ার পুত্র সাজিদ মিয়া (৩৫)। মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব। 

তিনি জানান, গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার শিবপুর গ্রামের জনৈক ব্যক্তির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায় একদল চোর।   বিষয়টি ওই গরুর মালিক থানা পুলিশকে অবগত করে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চোর ছুরাব খানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ৪টি গরু উদ্ধার করে। এছাড়াও এ ঘটনায় জড়িত আরেক চোর সাজিদ মিয়াকে মঙ্গলবার সকালে আলীগঞ্জ বাজার থেকে আটক করা হয়। 

ওসি জানান, অন্যান্য চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর